রাজশাহী দুর্গাপুরে ২৪ ঘন্টায় বিষ পান করেছে ৮ জন মৃতের সংখ্যা ২জন

রাজশাহী দুর্গাপুরে ২৪ ঘন্টায় বিষ পান করেছে ৮ জন মৃতের সংখ্যা ২জন

নাইম হোসেন, রাজশাহী দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন কারনে অভিমান করে ২৪ ঘন্টায় ( ২৮শে ফেব্রুয়ারি ও ০১ লা মার্চ) নারী-পুরুষ ও শিশুসহ আটজন আত্বহত্যার জন্য বিষপান করেছেন। এদের মধ্যে দুইজন নারীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তারা হলেন, দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।
বিষপানের অন্যান্য রোগীরা হলো, উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিখি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আঃ সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

দুর্গাপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিষপানের রোগী দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয়। রোগীরদের অবস্থা আশংকাজনক হলে চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ। হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আজ (০১ লা মার্চ) শনিবার দুইজন নারীর রামেক হাসপাতালে মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর হসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান জানান, বিষপানে হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে অবস্থা আশংকাজনক দেখে ৫ জন রোগীকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি ৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে তারা সুস্থ্য আছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, বিষপানে আত্মহত্যায় মৃত্যুর ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

About GANESH BAIDYA

Check Also

এখন টিভির রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমার ইন্তেকাল

[ad_1] এখন টিভির রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমার ইন্তেকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *