হুন্দাই শোরুমে সেলসম্যানের কাজ পেল কুকুর!

অনলাইন ডেস্ক:

ব্রাজিলে হুন্দাইয়ের গাড়ির শোরুমের বাইরে ঘুরে বেড়াত একটি রাস্তার কুকুর।

ব্রাজিলে হুন্দাইয়ের ওই শোরুমের নাম টাসকন প্রাইম। সেই শোরুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এ ঘটনার কথা জানানো হয়েছে।

সেই সঙ্গে ওই কুকুরটির পরিচয়পত্র ও পরিচয়পত্র গলায় ঝোলানো অবস্থায় তার ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে– ‘হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’।

পোস্ট থেকে জানা গেছে, কুকুরটির বয়স এক বছর। কুকুরটির এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

শোরুমে তার জন্য একটি কাঠের কেবিনও বানিয়ে দেয়া হয়েছে। সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে কুকুরটি।

সেলসম্যানের পাশাপাশি ওই শোরুমের অ্যাম্বাসাডরও করা হয়েছে এটিকে।

About GANESH BAIDYA

Check Also

ভারতে মৃত্যু ছাড়াল ৪২ হাজার, আক্রান্ত ২০ লাখ

অনলাইন ডেস্ক: ভারতের করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *