শীতে ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল

শীতে ত্বকের যত্নে নানা ধরনের নামিদামি বডি লোশন ব্যবহার করে থাকি। কিন্তু তা কি সত্যিই এই সমস্যা রুখতে পারে? অনেকেই এর উত্তর না দিয়ে থাকেন। তাহলে কী করবেন?

তবে এ সমস্যার সমাধান দিতে পারে তেল। শীতকালে বডি লোশন ২-৩ বার ব্যবহার করেও ত্বকের সমস্যা মেটাতে পারে না।

এমন পরিস্থিতিতে কিছু তেল আপনার সমস্যা মেটাবে। এসব তেল ব্যবহারে ত্বকের শুষ্কতা তো কমবেই, সঙ্গে ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলবে। শুধু তাই নয়, চুলকানির সমস্যাও অনেকটাই কমিয়ে দেবে এসব তেল।

নারকেল তেল 

শীতকালে আমাদের ত্বকে নারকেল তেল লাগানো ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে। সঙ্গেই ত্বককে নরম করে তোলে। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো আমাদের ত্বককে নানাধরণের সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে দেয়।

অলিভ ওয়েল 

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে গভীর আর্দ্রতা প্রদান করার পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকেও রক্ষা করে। এর ফলে শীতেও আমাদের ত্বকে শুষ্কতার সমস্যা দেখা যায় না।

জোজোবা তেল 

জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয়। এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে। এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

About GANESH BAIDYA

Check Also

পালং শাক কেন চুলের জন্য ভালো?

সবাই ঘন, ঝলমলে চুল পছন্দ করে, তাই না? তবে আআজকাল চুল পড়া এবং পাতলা হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *