[ad_1]
নবীনগর কৃষ্ণনগরে গোয়াল ঘরে আগুন লেগে গরু-ছাগল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
রোকসানা ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগরের বালুয়াটি গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে ছয়টি গরু একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার(০৯ ডিসেম্বর) ভোরে ওই গ্রামের মো. বেদন মিয়ার গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। মো. বেদন মিয়া বালুয়াটি গ্রামের দেওয়ান আলীর ছেলে।
মো. বেদন মিয়া জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।
অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ছয়টি গরু ও এক’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।তাদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।
[ad_2]
