আমারজেলা ডেস্ক:চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে।
চিনি দিয়ে তৈরি এই স্ক্রাব এর অন্যতম দুইটি উপাদান লেবুর রস এবং নারিকেল তেল ত্বকের জন্য দারুণ উপকারী। লেবুর রস মুখের বড় হয়ে যাওয়া লোমকূপ ছোট করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। অপরদিকে নারিকেল তেল ত্বকের কোমলতা রক্ষা করতে এবং ত্বকের যেকোন ধরণের র্যাশের উপদ্রব কমাতে দারুণ কাজ করে থাকে।
প্রস্তুত প্রণালিঃ
আধা কাপ নারিকেল তেল।
২ টেবিল চামচ চিনি।
১ টেবিল চামচ লেবুর রস।
কীভাবে ব্যবহার করতে হবে:
নারিকেল তেল এবং চিনি একসাথে মিশিয়ে দ্রুত নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ ঘন হয়ে আসে ততোক্ষণ পর্যন্ত মিশ্রণ নেড়ে যেতে হবে। এরপর মিশ্রণের সাথে লেবুর রস যোগ করতে হবে এবং আবারো মেশাতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটি লাগাতে হবে এবং কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা যাবে। (নরমাল এবং ড্রাই স্কিনের জন্য)
কলা এবং চিনির স্ক্রাব: সকল স্কিনের জন্য।
মুখের ত্বকের জন্য কলা খুবই উপকারী একটি ফল। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন- এ, বি, সি এবং ডি। শুধু তাই নয় এর সাথে রয়েছে আয়রন, জিঙ্ক, এবং অন্যান্য মিনারেলস। এই সকল প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়াও ত্বকের নমনীয়তার জন্য এবং ত্বকের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য কলা খুব ভালো কাজ করে থাকে।
কলার স্ক্রাব তৈরির জন্য কী প্রয়োজন:
একটি পাকা কলা।
২ টেবিল চামচ চিনি।
কীভাবে ব্যবহার করতে হবে:
কলাকে চটকে একদম পেষ্ট এর মতো করে ফেলতে হবে। এর সাথে পরিমাণ মতো চিনি যোগ করে ভালোভাবে মেশাতে হবে যেন কোন দানা না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটি মুখে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। ভালোভাবে ম্যাসাজ করা হয়ে গেলে মুখ ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে।সপ্তাহে তিন দিন ব্যবহার করা যাবে।
Check Also
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ নিহত ১ আহত ১৫
[ad_1] দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ নিহত ১ আহত ১৫ রাজশাহী দুর্গাপুর, প্রতিনিধি …