Breaking News

একটা ধারণা আঁকড়ে ধরে বসে থাকার মধ্যে কোনো গৌরব নেই

প্রথম আগ্রহ, প্রথম চাকরি

আমার প্রথম আগ্রহের বিষয় ছিল গণিত। বিস্ময়করভাবে। খুব ভালো ছাত্র ছিলাম। গণিত ভালোবাসতাম। জটিল সব সমস্যার সমাধান করতে ভালো লাগত। সব সময় ভাবতাম, প্রকৌশলী হব। কেননা গণিত আর প্রকৌশলের একটা নিবিড় সম্পর্ক আছে।

অথচ আমার প্রথম চাকরি ছিল পত্রিকা বিলি। তখন ১২ বছর বয়স। ভোর তিনটায় ঘুম থেকে উঠতাম। পত্রিকা সংগ্রহ করে বিলি করা শুরু করতাম। বাড়ি ফিরে স্কুলে যাওয়ার আগে ছোট্ট একটা ঘুমও দেওয়া হয়ে যেত। মূলত পত্রিকা বিলির কাজটা করেছিলাম বলেই কলেজে যেতে পেরেছিলাম। আমার পরিবারে আমিই প্রথম, যে কলেজ পর্যায়ে পা রেখেছি। জানতাম, কলেজে ভর্তি হতে পারাটা একটা সুযোগ। কোনোভাবেই সেই সুযোগ নষ্ট করতে চাইনি।

অ্যাপলে যোগ দেওয়া

স্টিভ জবসের সঙ্গে যেদিন প্রথম কথা হলো, সেদিনই বুঝতে পেরেছিলাম, তিনি খুবই অন্য রকম একজন সিইও। তাঁর কাছে পণ্যই (প্রোডাক্ট) ছিল শেষ কথা। তিনি সব সময় ‘ছোট দল’–এর ওপর বিশ্বাস রাখতেন। তাঁর ভাবনাগুলো ভীষণ ভালো লেগেছিল। আরেকটা ব্যাপার ভালো লেগেছিল। সবাই যখন ‘এন্টারপ্রাইজ’ ধরনের প্রতিষ্ঠান গড়তে চাইছিল, স্টিভের মনোযোগ ছিল শুধুই ভোক্তার দিকে। সেই সময়ে সবাই ভাবতে শুরু করেছিল, স্রেফ ভোক্তার কাছ থেকে পাওয়া টাকা দিয়ে বড় হওয়া যাবে না।

About GANESH BAIDYA

Check Also

পালং শাক কেন চুলের জন্য ভালো?

সবাই ঘন, ঝলমলে চুল পছন্দ করে, তাই না? তবে আআজকাল চুল পড়া এবং পাতলা হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *